১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » বিএনপির ১৮ নেতাকর্মীকে বিস্ফোরক মামলা থেকে অব্যাহতি
পরবর্তী এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি


বিএনপির ১৮ নেতাকর্মীকে বিস্ফোরক মামলা থেকে অব্যাহতি


Amaderbrahmanbaria.com : - ১৬.১১.২০১৬

বিএনপির শীর্ষস্থানীয়সহ মোট ১৮ নেতাকর্মীকে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় অব্যহতি দিয়েছেন আদালত। এদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্ররায় রয়েছেন।
বুধবার ঢাকা হানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের অব্যাহতি প্রদান করেন।
রমনা থানার এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, বিএনপি নেতা এম মাহবুব উদ্দিন খোকন, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মেজর হাফিজ উদ্দিন ও আব্দুস সালাম।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রমনা থানার বাংলামোটর মোড়ে পুলিশের গাড়িতে দুর্বৃৃত্তরা আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা পুলিশ কনেস্টবল সাইফুল ও ফেরদৌস আগুনে আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কনস্টেবল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
২০১৬ সালের ৪ মে সিআইডির পরিদর্শক আলী আক্কাছ মামলাটি তদন্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১৮ জনকে অব্যাহতির আবেদন করে বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close