বহু প্রতীক্ষিত অস্কার জিতলেন জ্যাকি চ্যান
বিনোদন ডেস্ক : ফিল্ম দুনিয়ায় ৫৬ বছরের নিরলস কর্মজীবনে এই প্রথম বিরল সম্মানটি পেলেন জ্যাকি চ্যান। অবশেষে হাতে উঠে এল বহু প্রতীক্ষিত অস্কার। শনিবার বার্ষিক গভর্নরস অ্যাওয়ার্ডস-এ সাম্মানিক অস্কার দেওয়া হল এই অভিনেতাকে।
জ্যাকি চ্যান অস্কার নেওয়ার পর জানান, আজ থেকে ২৩ বছর আগে সিলভারস্টার স্ট্যালোনের বাড়িতে অস্কার দেখার পরই তাঁর মনে হয় এই সম্মান একদিন তাঁকেও পেতে হবে।
ডিনার পার্টিতে ৬২ বছরের জ্যাকি চ্যান বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৫৬ বছর কাজ করার পর, ২০০টিরও বেশি ছবিতে অভিনয়ের পর এবং অবশ্যই বেশ কিছু হাড় ভাঙার পর অবশেষে পেলাম এই সম্মান।’
পুরস্কার হাতে নিয়ে তিনি কৃতজ্ঞতা জানান তাঁর দেশ হংকং-কে এবং বলেন যে চিনা হওয়াতে তিনি গর্বিত। ‘আমি ভবিষ্যতে আরও অনেক ছবি বানাবো, জানলা দিয়ে ঝাঁপও দেব, হাড় ভাঙতেও কোনও আপত্তি নেই।’
জ্যাকি চ্যানের হাতে অস্কার তুলে দেন ‘রাশ আওয়ার্স’-এ তাঁর সহ অভিনেতা ক্রিস টাকার, অভিনেত্রী মিশেল ইয়োহ এবং টম হ্যাঙ্কস।