৫ই অক্টোবর, ২০১৬ ইং, বুধবার ২০শে আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


মাত্র ১ শতাংশ বাংলাদেশি উন্মুক্ত স্থানে মলত্যাগ করে


Amaderbrahmanbaria.com : - ০২.১০.২০১৬

 
নিজস্ব প্রতিবেদক : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলাদেশের শতকরা ১ শতাংশ লোক উন্মুক্ত স্থানে মলত্যাগ করে। ৯৯ শতাংশ লোকই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার করে।এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে শনিবার (০১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ডিপিএইচই কার্যালয়ে এ তথ্য তুলে ধরেন প্রধান প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ।

সংবাদ সম্মেলনে ডিপিএইচইর জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গবেষণাপত্রের বরাত দিয়ে বলা হয়, ২০০৩ সালে ৪২ শতাংশ মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করত। ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী, উন্মুক্ত স্থানে মলত্যাগ ৪১ শতাংশ কমে গেছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিপিএইচইর প্রধান প্রকৌশলী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশকে ২০৩০ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শত ভাগ লোককে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবুর রহমান বলেন, শত ভাগ স্যানিটেশন নিশ্চিত হয়ে যাওয়াটাই যথেষ্ট নয়। উন্নত স্যানিটেশনের জন্য আরো কাজ করতে হবে। তিনি বলেন, বিশেষ করে নগর এলাকাগুলোতে স্যানিটেশনব্যবস্থা উন্নত হলেও সুয়ারেজ লাইনের মাধ্যমে বর্জ্য যাচ্ছে নদীতে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে এ ব্যবস্থার উন্নয়নে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close