৪ঠা অক্টোবর, ২০১৬ ইং, মঙ্গলবার ১৯শে আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী ‘শিল্পীরা অনুমতি নিয়ে আসে, সন্ত্রাসীরা নয়’


বাংলাদেশের ছবিতে কাজ করার ইচ্ছে ঋতুপর্ণার


Amaderbrahmanbaria.com : - ০১.১০.২০১৬

বিনোদন ডেস্ক : আবারও বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চান ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এখন তিনি ব্যস্ত যৌথ প্রযোজনার ছবিতে। ‘আমার লবঙ্গ লতা’র কাজে মগ্ন এই অভিনেত্রী। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।
আজ শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এসেছিলেন টলিউডের এই দাপুটে অভিনেত্রী। পণ্যদূত হিসেবে একটি স্বর্ণালঙ্কারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। এ ছাড়াও অংশ নেন বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডে। সেসবের ফাঁকে কথা হয় প্রথম আলোর সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশের কলাকুশলীরা বেশ ভালো। ভালো কাজও করছেন তাঁরা। কিন্তু প্রেক্ষাগৃহগুলির অবস্থা মোটেই ভালো না। তাই বাংলাদেশে তেমন ভালো সিনেমা হচ্ছে না।’
ঋতুপর্ণা বললেন, ‘এখন কাজ করছি আলমগীর ভাই ও ইন্দ্রনীল সেনগুপ্তের যৌথ প্রযোজনায় ‘আমার লবঙ্গ লতা’ ছবিতে। যৌথ প্রযোজনার আরও ছবিতে কাজ করার ইচ্ছে আছে। শুভর সঙ্গেও কাজ করব, খুব ভালো করছে সে।’
এক সময় বাংলাদেশের অনেক ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা। এ দেশে আছে তাঁর অনেক ভক্ত। ঋতু বলেন, ‘বাংলাদেশে প্রতিভার অভাব নেই। ভালো হলের অভাবেই হয়তো পরিচালকেরা ভালো ছবি নির্মাণের সাহস পাচ্ছেন না।’
ঋতুপর্ণা জানালেন, বেশ কিছু ইংরেজি ও হিন্দি ছবি নিয়ে ব্যস্ত দিন যাচ্ছে তাঁর।
বাংলাদেশে অভিনয়ের অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে বেশ উচ্ছ্বসিত দেখায় এই অভিনেত্রীকে। তিনি বলেন, ‘বেশ এনজয় করেছি বাংলাদেশে শুটিং। মানুষ হিসেবে তাঁরা খুব ভালো। সব সময়ই বাংলাদেশের মানুষদের সঙ্গে মিশতে আমার খুব ভালো লাগে।’ জানালেন, দেশটির গণমাধ্যমে তাঁকে নিয়ে যা-ই লেখা হোক না কেন, তিনি সেসব মনে রাখতে চান না। আকস্মিকভাবে মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে বললেন, ‘এই তো ক’দিন আগে প্রথম আলো আমার একটা বড় ইন্টারভিউ নিয়েছে।’
ভারতের কাশ্মীরে অশান্তি ও ভারত-পাক সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তবে পাক-শিল্পীদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞার বিরোধী তিনি। ঋতুপর্ণা বললেন, ‘শিল্পীদের ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা ঠিক নয়। তাঁদের স্বাধীনভাবেই চলতে দেওয়া উচিত।’ রাজনীতির প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, ‘আমি ওসব বুঝি না। রাজনীতি নিয়ে কথা বলার জন্য বোধ হয় আমি ফিট নই।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close