৫ই অক্টোবর, ২০১৬ ইং, বুধবার ২০শে আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী ৫০ কোটি টাকার মালিক ফুটপাতের দোকানদার
পরবর্তী ২৯ বছর বয়সে ১৪কন্যার মা, ছেলে না হলে আরো…..


বিশ্বে শান্তিপূর্ণ দেশ মাত্র ১০টি


Amaderbrahmanbaria.com : - ০২.১০.২০১৬

ডেস্ক রিপোর্ট: বিশ্বে প্রতিনিয়ত সহিংসতার পরিমাণ বাড়ছে। আর এ কারণে পুরোপুরি শান্তিপূর্ণ দেশের সংখ্যাও কমতে শুরু করেছে। বর্তমানে বিশ্বে শান্তিপূর্ণ দেশের সংখ্যা মাত্র দশটিতে নেমে এসেছে। ১০ তম বার্ষিক বৈশ্বিক শান্তি সূচকে এমনটাই জানানো হয়েছে।
এই সূচকটি তৈরি করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ইনিস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস। সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্যে সংহিসতার অবনতি, শরণার্থী সংকট সমাধানে উদ্যোগের অভাব এবং বড় বড় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বাড়ায় ২০১৫ সালের তুলনায় চলতি বছর বিশ্ব অনেক বেশি অশান্তিপূর্ণ। এখন বিশ্বে সত্যিকারার্থে শান্তিপূর্ণ দেশের সংখ্যা কমে এসেছে।
শান্তিপূর্ণ দেশের তালিকায় ঠাঁই পাওয়া দেশগুলো হচ্ছে, বতসোয়ানা, চিলি, কোস্টারিকা, জাপান, মরিশাস, পানামা, কাতার, সুইজারল্যান্ড, উরগুয়ে ও ভিয়েতনাম।
গত বছর এই তালিকায় থাকা ব্রাজিল এবার বাদ পড়েছে। মূলত এবারেরে অলিম্পিক আয়োজনকে ঘিরে বাজে অবস্থার কারণে দেশটিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ইনিস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিসের প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলা বলেছেন, আমরা যদি সার্বিকভাবে বিশ্বের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো গত ১২ মাসে এটা অনেক কম শান্তিপূর্ণ ছিল।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close