অনলাইন ডেস্ক : বড় হতে হতে মানুষের ভয় যেন বাড়তেই থাকে। কখনো কখনো ব্যক্তি, স্থান বা খারাপ সময়ের চেয়েও বিশেষ কোনো অবস্থা সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সবারই এমন কিছু না কিছু ভীতি থাকে যাকে অনেক সময় নিজেদের দুর্বলতা বা নিরাপত্তাহীনতা মনে হতে পারে। রাশিফল অনুযায়ী মানুষের চরিত্রের ধরন ভিন্ন হয়। তাই জেনে নিন কোন রাশির জাতক/জাতিকার কিসে বেশি ভয় হয়।
মেষ: এই রাশির জাতক-জাতিকারা হারানোর ভয়ে কাতর থাকেন। নিজেদের প্রিয় জিনিস বা কাছের মানুষকে নিয়ে সবচেয়ে বেশি ভয়ে থাকেন। কখনো ভালোলাগার কোনো ব্যক্তি বা বস্তুকে তারা হারাতে চান না।
বৃষ: এই রাশির জাতক-জাতিকারা সামাজিক রীতি-নীতি, প্রথা খুব মেনে চলেন। এই রাশির জাতক-জাতিকাদের যদি লোকসমক্ষে মন্দ কথা বলা হয় বা ছোট করা হয় তারা খুব দুঃখ পান। আর তাই তারা এমন অপমানজনক পরিস্থিতিকে ভয় পান।
মিথুন: এই রাশির জাতক-জাতিকাদের সবচেয়ে বড় ভয় হল কারও সঙ্গে বেশি একাত্ম হয়ে যাওয়া এবং দুঃখ পাওয়া। তাই কারও সঙ্গে বেশি বন্ধুত্ব বাড়াতে ভয় পান এই রাশির জাতক-জাতিকারা।
কর্কট: এই রাশির জাতক-জাতিকারা একা থাকতে খুব ভয় পান। তাই একাকীত্ব তাদের সবচেয়ে বড় ভীতি।
সিংহ: একাকীত্বকে সবচেয়ে বেশি ভয় পান এই রাশির জাতক-জাতিকারা। কেউ তাদের সঙ্গে কথা বলছেন না ভাবলেই তারা ভয়ে শিউরে ওঠেন।
কন্যা: তাদের কেউ ভালবাসবেন না। সব কাছের মানুষ দূরে সরিয়ে দেবেন। এই ভয়ই সবসময় পান কন্যা রাশির জাতক-জাতিকারা।
তুলা: তুলা রাশির জাতক-জাতিকারা সবসময় ভয় পান কেউ তাদের দুর্বলতার সুযোগ নিচ্ছেন। আর সবসময় সেই ভয়ে থাকেন।
বৃশ্চিক: মৃত্যু ভয় খুব বেশি এই রাশির জাতক-জাতিকাদের।
ধনু: এই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা হন। তাই কোনোভাবেই স্বাধীনতা খর্ব হোক তা চান না। কোনোভাবে তাদের স্বাধীন জীবনযাপন ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হলে তারা খুব ভয় পান।
মকর: ভালোবাসার মানুষকে যত্নে রাখতে চান এই রাশির জাতক-জাতিকারা। তারা কখনও চান না ভালোবাসার মানুষ কষ্ট পান। কাছের মানুষকে কষ্ট দিয়ে ফেলার ভয়ে সবসময় ভীত হয়ে থাকেন।
কুম্ভ: এই রাশির জাতক-জাতিকারা ফিলোফোবিক হন। প্রেমে পড়ার ভয়ে সব সময় ঘাবড়ে থাকেন। প্রেমে পড়তে তাদের বেজায় আপত্তি।
মীন: প্রেমে প্রত্যাখানের ভয় এই রাশির জাতক-জাতিকাদের সবচেয়ে বেশি।
সূত্র: সংবাদ প্রতিদিন