কর বাড়ছে খুচরা ও পাইকারি পর্যায়ে
---
নিজস্ব প্রতিবেদক : খুচরা ও পাইকারি দোকানদারদের করহার বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেলে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘আমদানি, উৎপাদন, সেবা প্রদান বা পাইকারি ও খুচরা ব্যবসার সব পর্যায়ে একই নিয়ম ও হারে কর প্রবর্তন করা হলে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ব্যবস্থায় সুফল বেশি পাওয়া যায়। আমরা কিন্তু ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী ও দোকানদারের জন্য অন্য নিয়মে রাজস্ব আদায় করি। আগামী বছরেও সেই নিয়মটিই অনুসরণ করা হবে।’
মন্ত্রী বলেন, ‘যারা ৩ শতাংশ হারে টার্নওভার কর প্রদানে আগ্রহী নন, তাদের জন্য এলাকাভিত্তিক করহার ধার্য করার প্রস্তাব করছি। বর্তমানে যে হারে কর দেন সেটা বৃদ্ধি করে এলাকাভিত্তিক যথাক্রমে সাত হাজার টাকা, ১৪ হাজার টাকা, ২০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার ভ্যাট কার্যকর করার প্রস্তাব করছি।’
এ ছাড়া পাইকারি ও খুচরা ব্যবসার অন্যান্য সব পর্যায়ে ৪ শতাংশ হারে ভ্যাট আদায়ের বিদ্যমান ব্যবস্থা বহাল থাকবে। তবে, যেসব ব্যবসায়ী প্রকৃত মূল্য সংযোজনের ভিত্তিতে কর দিতে আগ্রহী হবেন তাঁদের জন্য উপকরণ কর রেয়াত গ্রহণের সুযোগসহ প্রমিত হারে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।