g কর বাড়ছে খুচরা ও পাইকারি পর্যায়ে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২০শে অক্টোবর, ২০১৭ ইং ৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

কর বাড়ছে খুচরা ও পাইকারি পর্যায়ে

AmaderBrahmanbaria.COM
জুন ২, ২০১৬

---

 

 

নিজস্ব প্রতিবেদক : খুচরা ও পাইকারি দোকানদারদের করহার বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেলে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী।

nitto-ponno-660x330 (1)

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘আমদানি, উৎপাদন, সেবা প্রদান বা পাইকারি ও খুচরা ব্যবসার সব পর্যায়ে একই নিয়ম ও হারে কর প্রবর্তন করা হলে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ব্যবস্থায় সুফল বেশি পাওয়া যায়। আমরা কিন্তু ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী ও দোকানদারের জন্য অন্য নিয়মে রাজস্ব আদায় করি। আগামী বছরেও সেই নিয়মটিই অনুসরণ করা হবে।’

 

মন্ত্রী বলেন, ‘যারা ৩ শতাংশ হারে টার্নওভার কর প্রদানে আগ্রহী নন, তাদের জন্য এলাকাভিত্তিক করহার ধার্য করার প্রস্তাব করছি। বর্তমানে যে হারে কর দেন সেটা বৃদ্ধি করে এলাকাভিত্তিক যথাক্রমে সাত হাজার টাকা, ১৪ হাজার টাকা, ২০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার ভ্যাট কার্যকর করার প্রস্তাব করছি।’

এ ছাড়া পাইকারি ও খুচরা ব্যবসার অন্যান্য সব পর্যায়ে ৪ শতাংশ হারে ভ্যাট আদায়ের বিদ্যমান ব্যবস্থা বহাল থাকবে। তবে, যেসব ব্যবসায়ী প্রকৃত মূল্য সংযোজনের ভিত্তিতে কর দিতে আগ্রহী হবেন তাঁদের জন্য উপকরণ কর রেয়াত গ্রহণের সুযোগসহ প্রমিত হারে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।

এ জাতীয় আরও খবর

  • পূর্ণমন্ত্রী হচ্ছেন পলক ও তারানাপূর্ণমন্ত্রী হচ্ছেন পলক ও তারানা
  • চট্টগ্রামে আ.লীগ প্রার্থীর নির্বাচনী পথসভায় গুলি, যুবলীগকর্মী নিহতচট্টগ্রামে আ.লীগ প্রার্থীর নির্বাচনী পথসভায় গুলি, যুবলীগকর্মী নিহত
  • বিচারকদের বেতন-ভাতা বাড়ছে 
  • রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • দুর্নীতির নথিপত্র তলব ১১ দূতাবাসকে
  • আমরা ক্ষমতায় বলেই তাঁরা বিচারক হয়েছেন: তোফায়েল
  • বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরবের ব্যবসায়ীরা : বাণিজ্যমন্ত্রী
  • ইউপি নির্বাচনে সহিংসতা ঠেকাতে নানা পদক্ষেপ : বাস্তবায়ন নিয়ে সংশয়ইউপি নির্বাচনে সহিংসতা ঠেকাতে নানা পদক্ষেপ : বাস্তবায়ন নিয়ে সংশয়
  • রোহিঙ্গা সঙ্কট নিরসনে শেখ হাসিনার ৬ প্রস্তাবরোহিঙ্গা সঙ্কট নিরসনে শেখ হাসিনার ৬ প্রস্তাব
  • ইলিশের দেশে ইলিশ নেই
  • নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় বার্নিকাটের শোক
  • আয় তোরা আয়, তোদের হত্যা করব: কল্যাণপুরের নিহত জঙ্গিরা (ভিডিও)