সৌদিতে নোয়াখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া
---

জেদ্দা, সৌদি আরব: সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে নোয়াখালী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া।
শুক্রবার (৬ মে) বিকেলে জেদ্দা সারা ইস্কান আজিজ খান ক্রিকেট মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় নোয়াখালী স্পোর্টিং ক্লাবকে ২১ রানে হারিয়েছে বি বাড়ীয়া।
গত ১৫ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে জেদ্দাপ্রবাসী বাংলাদেশী কমিউনিটির ৮টি দল অংশগ্রহণ করে। এতে টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন নোয়াখালী স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রাশেদ আলম। ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মো. আজিজ।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল একে এম শহিদুল করিম টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে কনসাল আজিজুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি ক্রিকেট বোর্ডের কাশেম নাদভী, সৌদি ক্রিকেট বোর্ডের এফেয়ার্স ম্যানেজার সাদেকুল ইসলাম, কাউন্সিলর আফতাফ হোসাইন, কাউন্সিলর (শিক্ষা ও শ্রম) রেজা-ই-রাব্বি, ফাইনলোকের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির মিয়া, জেদ্দা বাংলা স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হামদুর রহমান, ইংরেজি সেকশনের চেয়ারম্যান নেয়ামুল বশির, জেদ্দা কমিউনিটি নেতা কাজী নওফেল, দেলোয়ার সরকার, সাহাবুদ্দিন ও মার্শাল কবির পান্নু প্রমুখ।
-ছবি নেট থেকে
–বাংলামেইল
সরাইলে আজ শিশু হালিমার বিয়ে দাওয়াত পেয়েছেন ইউপি সদস্যরা
উগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নিন : ল্যামবার্ট

অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল
বিপিএলে আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন গেইল!
‘ভুয়া’ বিরোধী দল সরকারের জন্য বোঝা হয়ে উঠছে-আসাদুজ্জামান রিপন