শনিবার, ১লা সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৭ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

শপিং করার টাকা পাবেন সাকিব!

৭০ হাজার ইউএস ডলার ভিত্তিমূল্যের সাকিব আল হাসানকে নিলামে ২ লাখ ৯৫ হাজার ডলারে কিনে নিয়েছিল ফিক্সিং বিতর্ক মাথায় নিয়ে বিপিএলের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। এর মধ্যে তারা বিশ্বসেরা অলরাউন্ডারকে পরিশোধ করেছে মোটে ৭১ হাজার ৩২৫ ডলার। তবু সাকিবই ওই আসরের একমাত্র ব্যতিক্রম, যিনি অন্তত ভিত্তিমূল্যের চেয়েও বেশি অর্থ বুঝে পেয়েছেন। আর এখন বিসিবি ক্রিকেটারদের পাওনা নিজেরাই মিটিয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তাতে আলোচনাটা হয়েছে ভিত্তিমূল্য ধরেই। ঠিক হয়েছে ভিত্তিমূল্য থেকে যাঁর যা পাওনা আছে, দেওয়া হবে এর অর্ধেক। কিছুদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাঈমুর রহমানের সঙ্গে আলোচনায় তাতে সম্মতিও জানিয়ে গিয়েছিলেন শীর্ষ ক্রিকেটাররা। সেই হিসাবে অবশ্য ওই আলোচনায় উপস্থিত সাকিবের কিছু পাওয়ার কথা নয়। ভিত্তিমূল্যের অঙ্কটা তো তিনি পেয়েই গেছেন।

তবু তাঁকে নিরাশ করা হবে না বলে গতকাল নিশ্চিত করেছেন নাঈমুর। তাঁর কথা, ''কিছু টাকা সাকিব অবশ্যই পাবে। সাকিবের সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছি আমি। ও নিজেও জানে যে ওর চেয়ে টাকাটা আরেকজন খেলোয়াড়ের বেশি দরকার। ও তাই আমাকে বলেছে, 'আমাকে কিছু দিলেই আমি খুশি।' আমিও বলেছি, 'তাহলে শপিং করার জন্য কিছু টাকা দিয়ে দেব।''

এ জাতীয় আরও খবর

৬ মাসের জেল পিকের

আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ সাব্বির

লাইসেন্স না থাকায় গাড়ি থেকে ফুটবলারদের নিয়ে নেমে গেলেন কোচ

এগিয়ে থেকেও মুশফিকের পেছনে কোহলি

সহজ জয়ে সিরিজ আফগানদের

হোটেলে বান্ধবীর সাথে ফুটবল খেললেন নেইমার

খেলা নিয়ে বুশরার গান, মডেল হলেন মাশরাফি, মুশফিক ও মোস্তাফিজ

সানিয়া মির্জাকেও উত্ত্যক্ত করেছিলেন সাব্বির!

কোহলির পেছনে টেন্ডুলকার, সামনে গাভাস্কার