সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

প্রবীন ঔষধ ব্যবসায়ী লাকী ফার্মেসীর স্বত্বাধিকারী জারু মোল্লা আর নেই

স্টাফ রিপোর্টার : শহরের প্রবীন ঔষধ ব্যবসায়ী  টি এ রোডের লাকী ফার্মেসীর স্বত্বাধিকারী আবদুল জব্বার ওরফে জারু মোল্লা শনিবার রাতে হ্নদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন।  ইন্নালিল্লাহে …রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। রোববার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দক্ষিন মোড়াইল গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। আবদুল জব্বার ওরফে জারু মোল্লা নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা মোল্লা বাড়ির সন্তান। তবে তিনি স্থায়ী ভাবে শহরের দাতিয়ারা ওয়াপদা রোডে বসবাস করতেন। জারু মোল্লা সুদীর্ঘ সময় শহরের টিএরোডে সুনামের সঙ্গে ঔষধ ব্যবসা করেন। তিনি ছিলেন লাকী ফার্মেসীর স্বত্বাধিকারী। বার্ধক্যের কারনে তিনি বেশ ক’বছর ধরে দাতিয়ারায় নিজ বাড়িতে অবসর জীবন যাপন করছিলেন। প্রবীন এই ব্যবসায়ীর মৃত্যুতে নিজ এলাকা ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে।

 

আরও : মুস্তাফিজকে সামলাতেই ওয়ালশের বিপত্তি!

 

 

Print Friendly, PDF & Email