বৃহস্পতিবার, ৭ই জুন, ২০১৮ ইং ২৪শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলাদেশ সরকারের অব্যশই এ বিষয়ে মত দেয়া উচিৎ : ফারা কবির

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কিনা সেটি তদন্তের জন্য ‘দ্য হেইগ’-এর আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী বিচারকের অনুমতি চাওয়ার পর আইসিসি বিচারকদের পক্ষ থেকে বাংলাদেশে সরকারের মন্তব্য জানতে চাওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রসচিব বিষয়টি নিয়ে বিবিসিকে এর আগে জানিয়েছিলেন যে তারা আইসিসির চিঠির জবাব দেবেন। এবং সে বিষয়ে বাংলাদেশের পর্যবেক্ষণ জানাতে হবে ১১ই জুনের মধ্যে।

বাংলাদেশের মানুষ মনে করে সরকারের উচিৎ আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের পক্ষে পর্যবেক্ষণ তুলে ধরা। সে প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সেমিনারও হবে আজ। এর অন্যতম আয়োজক ‘অ্যাকশন এইড’। আর এই অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারা কবির। এ বিষয়ে বিবিসি বাংলার সাথে তার কথা হয়েছে।

বিবিসি বাংলা টেলিফোনে ফারা কবিরকে প্রশ্ন করেন, আপনারা যে সেমিনারের আয়োজন করেছেন সেখানে মূলত কোন বিষয়টি আপনারা তুলে ধরতে চাচ্ছেন? জবাবে ফারা কবির বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত জানতে চয়েছে বাংলাদেশের সরকারের এ বিষয়ে মত আছে কি-না। এ ছাড়া তিনটি সংস্থা মিলে আমরা গত এপ্রিল মাসে একটি আন্তর্জাতিক কনফারেন্স করেছিলাম। সেখান থেকে ঢাকায়ও ঘোষণা এসেছিলো। পাশাপাশি বাংলাদেশের অন্য নাগরিক এবং সুশীল সমাজ এটা চায় যে মিয়ানমারের যে জনগোষ্ঠীকে জোরপূর্বক বেড় করে দেয়া হয়েছে এবং তাদের প্রতি যতগুলো অন্যায় ঘটেছে সে বিষয়টা নিয়ে এখানে আইসিসিতে আসুক এবং পরে তাদের কি অবস্থা সে বিষয়টাও তুলে ধরুক।’

এখন বাংলাদেশ সরকারের কি করা উচিৎ? এমন প্রশ্নের জবাবে ফারা কবির বলেন, ‘আমার মতে বাংলাদেশ সরকারের অবশ্যই এ ব্যাপারে মত দেয়া উচিৎ। এবং আমরা মনে করি বাংলাদেশ সরকার এ বিষয়ে মত দিবেন এবং রাজিও হবেন। মিয়ানমারের জনগোষ্ঠীরা কি অবস্থায় মিয়ানমার ছেড়েছিলেন এবং তারা এখন কি অবস্থায় আছেন পাশাপাশি তাদের বিরুদ্ধে কি কি অন্যায় এবং অবিচার হয়েছে, এখানে সব চিত্রই তুলে ধরা হবে। আমরা জানি সেখানে ধর্ষণ থেকে শুরু করে সব অন্যায় হয়েছে।’

রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বাংলাদেশ দ্বিপক্ষীয়ভাবে চেষ্টা করছে। এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি দল সম্প্রতি রোহিঙ্গাক্যাম্প সফর করেছে এবং বাংলাদেশে তারা বলেছে, উভয়পক্ষ যাতে এই সংকটটিকে সমাধান করতে পারে সে বিষয়ে উৎসাহ দিবে দুপক্ষকেই। এমন অবস্থায় বিষয়টাকে যদি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার পক্ষে বাংলাদেশ অবস্থান নেয় তাহলে সেটি বাধাগ্রস্ত হতে পারে কি-না?

এমন প্রশ্নের জবাবে ফারা কবির বলেন, ‘আমারতো মনে হবে না। ধরে নিলাম মিয়ানমার আর বাংলাদেশ এই সংকটের সমাধান করলেন এবং যে রোহিঙ্গারা বাংলাদেশে আছেন তারা মিয়ানমারে ফিরে গেছেন। কিন্তু যেই রোহিঙ্গাদের উপরে অত্যাচার অন্যায় হয়েছে তাদের বিষয়টা কি আমরা একেবারেই ভুলে যাবো? তারা কি কোনোভাবেই ন্যায় বিচার পাবে না? সে জন্য আমাদের আবেদন বাংলাদেশ সরকার যেন অবশ্যই আইসিসির সঙ্গে একমত হয় এবং তার মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করে।’

আন্তর্জাতিক অপরাধ আদালতে কোন বিষয়গুলো আসবে এবং সেগুলোর পরিণতি শেষ পর্যন্ত কি হবে? এমন প্রশ্নের জবাবে ফারা কবির বলেন, ‘আমি মনে করি আমরা যদি এর পেছনে থাকি এবং বাংলাদেশ সরকার এখানে সহযোগিতা করেন তাহলেতো এই বিষয়টা সামনের দিকে এগোবে। আমরা এই সেমিনারে মূলত রোহিঙ্গাদের সাথে যত অন্যায় হয়েছে সব তুলে ধরবো।’

Print Friendly, PDF & Email