বুধবার, ৬ই জুন, ২০১৮ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

পাঠক মতামত: কোন বিচারক খালেদা জিয়াকে জামিন দিতে পারবে না’

কারামুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এনিয়ে আমাদেরসময়.কম-এর এক পাঠক মন্তব্য করে বলেছেন, তার মানে কোন বিচারক খালেদা জিয়াকে জামিন দিতে পারবে না।

রোববার এক অনুষ্ঠানে বিএনপিকে উদ্দেশ করে মতিয়া আরো বলেন, আপনারা যদি ছাড়া পাইতে চান, মুক্তি চান, রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করবেন, ক্ষমা ভিক্ষা করবেন। রাষ্ট্রপতি যদি করেন তাহলে হবে, নাহলে হবে না। কাজেই আমাদের দুইষা কোনো লাভ নাই, শেখ হাসিনার দোষ দিয়া কোনো লাভ নাই।

এই সংবাদ প্রকাশের পর অামাদেরসময়.কম এ অনেক পাঠক ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পেজ-এ তাদের মতামত জানিয়েছেন। তাদের মধ্য থেকে কয়েকজনের মতাতম তুলে ধরা হলো।

মতিয়াকে উদ্দেশ্য করে পাঠক রাইজুল কারিম সুমন লিখেছেন, ক্ষমা চাওয়ার অভ্যাসটা এখন থেকেই তৈরি করেন। সেই দিন বেশি দুরে নয়। যেদিন রাষ্ট্রপতির কাছে ক্ষমা পেলেও জনগণ ক্ষমা করবে না। জনগণ তার হিসাব কড়ায় গন্ডায় বুঝে নিবে।

মো. ইসমাঈল মনে করেন, তার মানে কোন বিচারক খালেদা জিয়াকে জামিন দিতে পারবে না?

আরও : যুগের সাথে তাল মেলাতে দক্ষ বিমানবাহিনী গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

তাপস মিয়া বলছেন- মতিয়াকে মন্ত্রী বানিয়েছে ঠিক, কিন্তু ওনি আদৌ কোন কোন মন্ত্রী হবার যোগ্যতা রাখে না। এই মন্ত্রী সব সময় শিশুতোষ কথা বলে।

আশরাফুল ইসলমা লিখেছেন, বেগম খালেদা জিয়া কি আপনার মত সস্তা রাজনীতিবিদ নাকি?

নাবিল মোহাম্মাদ জাবেদের ভাষায়, একজন খুনিকে যে প্রেসিডেন্ট ক্ষমা করতে পারে তার কাছে কি ক্ষমা চাওয়া উচিৎ?

মো. ইউসুফ লিখেছেন, ক্ষমতা সরে গেলে মতিয়ার পরনে কাপড় থাকবে না।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বগুড়ায় মাদসারা ছাত্রের লাশ উদ্ধার

মাদকের আখড়ায় ডে কেয়ার সেন্টার

শাহবাগ থেকে ইমরান এইচ সরকারকে তুলে নিয়ে গেছে র‌্যাব

যেকোনো মূল্যে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে : নাসিম

ডালিম খেয়ে অস্ট্রেলিয়ান এক নারীর মৃত্যু

‘সৌদি গিয়ে ধান্দাবাজি করছে এমপি বদি’