বুধবার, ৬ই জুন, ২০১৮ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

১৪ মিনিটের জন্য হারিয়ে গিয়েছিল সুষমার প্লেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে নিয়ে ওড়া প্লেনটি মাঝ আকাশে থাকার সময়েই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হাই অ্যালার্ট জারি করা হয়।

১৪ মিনিটের জন্য হারিয়ে গিয়েছিলেন মন্ত্রী। তবে তার পরে আবার যোগাযোগ পুনরুদ্ধার।

সাধারণত ৩০ মিনিট ধরে কোনও বিমানের সঙ্গে যোগাযোগ না থাকলে হাই অ্যালার্ট বা চূড়ান্ত সতর্কতা জারি করা হয়৷ ভিভিআইপি বিমান হওয়ায় সুষমা স্বরাজের বিমানের ক্ষেত্রে ১৪ মিনিটেই হাই অ্যালার্ট জারি করা হয়৷

আরও : যুগের সাথে তাল মেলাতে দক্ষ বিমানবাহিনী গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

সুষমা স্বরাজ বর্তমানে মরিশাস ও দক্ষিণ আফ্রিকা সফরে আছেন৷ শনিবার মরিশাসে যাওয়ার সময়ে তার বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির প্রায় ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ৷

এটিসির পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িক ঘটনা ঘটলেও, মন্ত্রীর বিমানের সঙ্গে ফের যোগাযোগ করা সম্ভব হয়৷

মরিশাসের আকাশে ঢোকামাত্রই এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ বিকাল ৪টা ৪৪ মিনিট থেকে ৫৮ মিনিট পর্যন্ত কোনো যোগাযোগ ছিল না ভারতীয় সেনাবাহিনীর বিমানটির সঙ্গে৷

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

চীনা কোম্পানির সঙ্গে তথ্য আদান-প্রদান করেছে ফেসবুক

রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারণা করা যাবেনা পাকিস্তানে: সুপ্রিম কোর্ট

অপহরণের কয়েকঘন্টা পর ফিরে আসলেন পাকিস্তানি সাংবাদিক গুল বুখারি

কাতারে সৌদি অবরোধ ব্যর্থ

চীনকে চটিয়ে তাইওয়ানে রণতরী পাঠাবে যুক্তরাষ্ট্র

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ