সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জেলা স্বাস্থ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালের সম্মেলণ কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। সিভিল সার্জন ডাক্তার নিশিথ নন্দী মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোঃ শওকত হোসেন।

আরও : মুস্তাফিজকে সামলাতেই ওয়ালশের বিপত্তি!

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিবছর বাংলাদেশে তামাক সেবনের ফলে প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ তাদের প্রান হারাচ্ছে, সেসাথে পঙ্গুত্ত বরণ করছে প্রায় ৩ লাখের মত মানুষ। তাই তিনি তামাকের ভয়াল গ্রাস থেকে মুক্ত থাকতে সকলকে সচেতন হতে উদাত্ত আহ্বান জানান।

 

Print Friendly, PDF & Email