শনিবার, ২৫শে নভেম্বর, ২০১৭ ইং ১১ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

প্রত্যেক শিশুদের মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে হবে -হেলাল উদ্দিন

AmaderBrahmanbaria.COM
মার্চ ২৫, ২০১৫

---

helal morব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা করা প্রত্যেক ছাত্র-ছাত্রীর দায়িত্ব ও কর্তব্য। কারণ খেলাধুলা শিশুদের শারিরিক ও মানুষিক বিকাশে কার্যকর ভূমিকা রাখে। তাই শিশুদের বিভিন্ন খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। মেয়র বুধবার সকালে পৌর এলাকার খৈয়াসারে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ বীর বাঙ্গলীর গর্বিত ইতিহাস। আমাদের নতুন প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তিনি বলেন রক্তঝরা স্বাধীনতার এই মাসে প্রত্যেকেই মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে হবে। তিনি প্রত্যেক শিশুদেরকে শিক্ষা জীবনের শুরু থেকেই মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। মেয়র তার বক্তব্যে মডার্ন স্কুলকে সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুলের সুযোগ্য রেকটর প্রফেসর মু. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুলের প্রধান উপদেষ্টা প্রফেসর ইকবাল হোসেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাদেকুর রহমান শরীফ, জেলা আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা এডভোকেট তফছিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মামুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আলম খান, সহকারী অধ্যাপিকা শিউলি আক্তার এবং ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুলের নির্বাহী পরিচালক (শিক্ষা) মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথিবৃন্দও তাদের বক্তব্যে উক্ত স্কুলটিকে বিভিন্ন ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করেন ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুলের ব্যবস্থাপক পরিচালক জনাব সারওয়ার আলম খান। পর্যায়ক্রমে সভাপতি ও বিশেষ অতিথিগণকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মানিত সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুলের রেক্টর প্রফেসর মু. মজিবুর রহমান। অনুষ্ঠানের প্রবেশ মুখে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া মডার্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। পুরষ্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।