সোমবার, ২৭শে নভেম্বর, ২০১৭ ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

বিয়ের জন্য কোন দিন সর্বোত্তম

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৮, ২০১৬

---

প্রশ্ন: আমরা জানি বিবাহ একটি ইবাদত। আর প্রত্যেক ইবাদতের জন্যই সময় বয়েছে। তো বিবাহের জন্য কোন দিন ও কোন সময় বেছে নেয়া উত্তম।
উত্তর: বিবাহের জন্য জুমার দিন হচ্ছে উত্তম দিন। তবে পুঞ্জিকায় যে দিন আছে সেটা হিন্দুয়ানী তরিকা। ইসলামের দৃষ্টিতে যে কোন দিন, যে কোন সময় বিবাহের জন্য বৈধ। তবে শাওয়ার মাস আর জুমার দিনে বিবাহ করা সুন্নত। ফাতাওয়ে শামী ৩/৮
বিবাহের জন্য উত্তম স্থান হলো মসজিদ। কেননা আমাদের নবী (সা.) এর যুগে মুসমানদের বিবাহ মসজিদেই হতো। আর এটা নবীজির সুন্নতও বটে। ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৩/২৬৫

এ জাতীয় আরও খবর

এ জাতীয় আরও খবর