সোমবার, ২৭শে নভেম্বর, ২০১৭ ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

জীবন বাঁচিয়ে আজীবন ফ্রি মাছের মাথা

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৪, ২০১৭

---

অনলাইন ডেস্ক : অফিসের সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবারের জন্য বের হয়েছিলেন চীনের নাগরিক লিউ শিংটিং। স্থানীয় একটি রেস্তোরাঁয় মাছের মাথা ভুনা খাওয়াই ছিল তাদের উদ্দেশ্য।

কিন্তু পথের মাঝে হঠাৎ দেখলেন অন্য আরেকটি গাড়ী পাশের একটি লেকের মধ্যে পড়ে গেল।

দেরি করলেন না লিউ। সঙ্গে সঙ্গে তিনিও নেমে পড়লেন পানিতে। একজন গর্ভবতী নারীসহ চারজনকে উদ্ধার করলেন।

নাটকীয়ভাবে জীবন বাঁচানোর এই খবর শুনে রেস্তোরাঁর মালিক তাকে সারা জীবন মাছের মাথা সরবরাহ করার ঘোষণা দেন।

স্থানীয় সংবাদমাধ্যম হাংঝু ডেইলি’কে লিউ বলেন, তখন আমার চিন্তা করার বা ভয় পাওয়ার একদম সময় ছিল না। প্রথমেই আমি জীবন বাঁচানোর বিষয়টা চিন্তা করি।

তিনি বলেন, জুতা এবং জামাকাপড় না খুলেই পানিতে ঝাঁপিয়ে পড়াটা বিপজ্জনক ছিল। কিন্তু বিষয়টা খুবই জরুরী ছিল। লিউয়ের ড্যাশক্যামের ভিডিও থেকে দেখা যায়, একটি পিকআপ ভ্যান ওভারটেকিং করার সময় পথ হারিয়ে রাস্তার পাশের কিয়ানডাও লেকে পড়ে যায় প্রাইভেট কারটি।

লিউ গাড়ীর আরোহীদের জানালা দিয়ে বের করে আনেন, খবর হাংঝু ডেইলির। এই ঘটনার পরে কিয়ানডাও লেক ডেভেলপমেন্ট গ্রুপ তার জন্য আজীবন মাছের মাথার বিল প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।