g ব্রাহ্মণবাড়িয়ায় ড. তৌফিক-ই-এলাহী ‘২০২১ সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুৎ’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১০ই নভেম্বর, ২০১৭ ইং ২৬শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ড. তৌফিক-ই-এলাহী ‘২০২১ সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুৎ’

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ৩০, ২০১৪

---

Brahmanbaria_Toufiq E Elahi-1নিজস্ব প্রতিবেদক : আগামি ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান মন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী। তিনি বলেন, ‘সাড়ে চার হাজার উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ বর্তমান সরকারের আমলে এখন ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করা হয়েছে।
তিনি আজ রোববার বেলা আড়াইটায় ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে সাংবাদিকদের একথা বলেন।
আগামিকাল সোমবার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে তিনি আজ আগরতলায় যান। ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলায় বিদ্যুৎ কেন্দ্রের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ড. তৌফিক-ই-এলাহী আরও বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে আরও এক বছর অপেক্ষা করতে হবে। এক বছর পরে শর্ত সাপেক্ষে ১০০ মেগাওয়াট বিদু্যুৎ পাবে বাংলাদেশ।
আজ রোববার আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলা প্রবেশের সময় ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে তাকে স্বাগত জানান। পালাটানার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও উপস্থিত থাকার কথা রয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর