মঙ্গলবার, ৩০শে জানুয়ারি, ২০১৮ ইং ১৭ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

এতকিছুর পরও প্রেমে প্রত্যাখান!

f98598ef1d1d8b5a4ff29f7ef80e94d4-99.iphones.proposal.2আন্তর্জাতিক ডেস্ক :টাকা দিয়ে হয়তো অনেক কিছুই মেলে। কিন্তু প্রেমের ক্ষেত্রে এ হিসেব মেলে না। না হলে ৯৯টি আইফোন-৬ কিনে সেগুলো দিয়ে ‘লাভ’ বানিয়েও এক তরুণীর মন পেলেন না চীনা যুবক।

টাকাই সবকিছু হয় না। চীনের যুবকের প্রেম প্রত্যাখ্যান হওয়ার মধ্য দিয়ে এ কথাটাই আবারও প্রমাণিত হলো। 

এনডিটিভির খবরে জানানো হয়, আজ মঙ্গলবার চীনের ওয়াংঝুর তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রোগ্রামার এক যুবক পছন্দ করেন এক তরুণীকে। সেই তরুনীকে প্রেমের প্রস্তাব দিতে দিয়ে করে বসলেন এক অদ্ভুত কাণ্ড। ৯৯টি আইফোন-৬ সাজিয়ে ‘লাভ’ বানিয়ে ভালোবাসার কথা জানালেন ওই তরুণীকে। কিন্তু বিধিবাম, এতেও মন গললো না তরুণীর।

বিশ্ব ভালোবাসা দিবসের আলোকে চীনে প্রতি বছরের ১১ নভেম্বর ‘সিঙ্গেলস ডে’ পালন করা হয়। এদিন একটি দুটি নয় ৯৯টি আইফোন কেনেন ওই চীনা যুবক। এতে পকেট থেকে খসেছে তার দুই বছরের বেতনের পুরোটাই। এর পরিমাণ ৮২ হাজার ডলার। (৮০ টাকা ধরে বাংলাদেশি টাকায় ৬৫,৬০০০০ টাকা)। এরপর সেই ফোনগুলো দিয়ে ‘লাভ’ প্রতীক বানিয়ে ওই তরুণীর কাছে প্রেম নিবেদন করেন। কিন্তু এতকিছুর পরও সাড়া পাননি যুবক। প্রত্যাখ্যাত হলেন চীনা যুবক।

ওই চীনা যুবকের ক্ষেত্রে হচ্ছে, ‘প্রেমিকা নেই তো কী হয়েছে, আইফোন আছে।