বুধবার, ৩১শে জানুয়ারি, ২০১৮ ইং ১৮ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

ফেদেরার ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়

ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করলেন রজার ফেদেরার। সুইজারল্যান্ডের এই তারকা কিংবদন্তির এটা ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়।

রোববার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম সেট মাত্র ২৪ মিনিটে জিতে আরেকটি সরাসরি সেটে জয়ের সম্ভাবনা জাগান ফেদেরার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট জিতে লড়াইয়ে ফেরেন চিলিচ। এবারের আসরে এটাই প্রথম সেট হার রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ীর। চতুর্থ সেট সহজে জিতে শিরোপার আশাও জাগান; কিন্তু শেষ পর্যন্ত ফেদেরারের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি।

এই নিয়ে ৩০ বার গ্র্যান্ডস্লামের ফাইনাল খেললেন সুইস তারকা। ৩৬ বছর বয়সেও দেখিয়ে দিলেন ঘুরে দাঁড়ানো কাকে বলে।

তিন ঘণ্টা ৩ মিনিট স্থায়ী ফাইনালে চিলিচকে ৬-২, ৬-৭, ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারিয়ে এখানে টানা দ্বিতীয়বার ও মোট ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হন ফেদেরার।

এর আগে ফেডেরার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০ ও ২০১৭তে। যদিও এই মুহূর্তে বিশ্ব র্যা্ঙ্কিংয়ে শীর্ষে রাফায়েল নাদালই। দ্বিতীয় স্থানে ফেডেরার। ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে তিনে উঠে এলেন চিলিচ। সূত্র: বিবিসি