বৃহস্পতিবার, ১লা ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৯শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

সাকিবকে ছেড়ে বড় ভুল করেছে কেকেআর : আনন্দবাজার পত্রিকা

গত কয়েক মৌসুম ধরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলে আসছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবারের মৌসুমে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার মতে, সাকিবকে ছেড়ে দেওয়াটা বড় ভুল হয়েছে কেকেআর-এর জন্য। একই সঙ্গে মণীশ পাণ্ডেকেও। নিলামে পেয়ে দু’জনকেই টেনে নিয়েছে মুস্তাফিজুর রহমানের পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ।

আনন্দবাজার পত্রিকার খবর, কেকেআর-কে দেখে প্রশ্ন জাগছে, ব্যাটটা করবে কে? ক্রিস লিন চোট কাটিয়ে আসছে। আন্দ্রে রাসেল এক বছর খেলার বাইরে। রবিন উথাপ্পা বা দীনেশ কার্তিকের পক্ষে আইপিএলের মতো একটা টুর্নামেন্ট ধারাবাহিকভাবে ভাল খেলে যাওয়া কঠিন। আমার মনে হয়, সাকিব আল হাসান এবং মণীশ পাণ্ডেকে ছেড়ে দেওয়া বড় ভুল হয়েছে। তা ছাড়া গৌতম গম্ভীরের বদলি অধিনায়কই বা কে? উথাপ্পাকে আমার অন্তত সঠিক বিকল্প মনে হচ্ছে না। ইডেনের পিচের চরিত্র যতই বদল হোক, এপ্রিল-মে মাসে দুই মিচেল— স্টার্ক এবং জনসনের পক্ষে দারুণ কিছু করা মুশকিল। স্থানীয় ছেলে কনিষ্ক শেঠ-কে ব্যাক আপ বোলার হিসেবে দলে রাখা উচিত ছিল। কেকেআরের চ্যালেঞ্জটা এ বার কঠিন হতে যাচ্ছে।