g মাগুরায় অস্ত্র চুরির অভিযোগে আটক যুবককে ‘ক্রসফায়ার’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৫ই নভেম্বর, ২০১৭ ইং ১লা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

মাগুরায় অস্ত্র চুরির অভিযোগে আটক যুবককে ‘ক্রসফায়ার’

AmaderBrahmanbaria.COM
মার্চ ২, ২০১৪

---

Rajibমাগুরা জেলার শালিখায় উপজেলা নির্বাচনের দিন পুলিশের অস্ত্র চুরির ঘটনায় আটক রাজিব বিশ্বাস রাজু পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।



রবিবার ভোর ৪টার দিকে শালিখা উপজেলার গোবরা গ্রামে গোবরা স্কুলের পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।



রাজুকে শনিবার সকালে শালিখার সীমাখালী বাজার এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।



পরে তার বাড়ির পাশের কলাবাগান থেকে পুলিশের খোয়া যাওয়া চায়নিজ রাইফেলটিও উদ্ধার করা হয়।



মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর খবরের সত্যতা নিশ্চিত করে জানান, রাজুর দেয়া তথ্যে গোবরা গ্রামে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় সেখানে ওঁত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।



পুলিশও পাল্টা গুলি চালালে কিছু সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ। এ সময় রাজু পালানোর চেষ্টা করলে গুলিতে নিহত হন।



পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল ও পাঁচটি গুলি উদ্ধার করে বলে তিনি জানান।



পুলিশের দাবি, রাজুর বিরুদ্ধে চুরি ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মাগুরা সদর, শালিখা, যশোরের বাঘারপাড়া থানায় রাজুর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চুরির মামলায় তার দুই বছরের কারাদণ্ডও হয়েছে।



গত ২৭ ফেবুয়ারি সকালে শতখালী উইনিয়নের ‘গোবরাপঞ্চপল্লী মাধ্যামিক বিদ্যালয়’ কেন্দ্র থেকে পুলিশের রাইফেলটি খোয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর