টানা ৭ দিন ‘টিভি সিরিজ’ দেখে কী বিপত্তি ঘটালেন চীনা তরুণী!
অনলাইন ডেস্ক : প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের পর সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায়। সেই ছুটির দিন মানেই আড্ডা, ঘুরে বেড়ানো আর খাওয়া-দাওয়া৷ কিছুটা সময় নিজের মতন করে কাটানো৷ তবে সবার কাছে এই ছুটির দিনের সংজ্ঞা একরকম নয়৷ ব্যক্তি অনুযায়ী বদলায় এই সংজ্ঞা৷
সেভাবেই অনেকে টিভি সিরিজে মুখ গুঁজে উইকেন্ড কাটাতে পছন্দ করেন৷ সম্প্রতি সামনে এল সেরকমই এক ছবি৷ তবে সেই ছবি অবাক করবে সকলকেই৷ চীনের এক নারী টানা সাত দিন ধরে দেখলেন নিজের পছন্দের ড্রামা সিরিজ৷
উইকেন্ডে টিং নামের সেই নারী সাত দিন ধরে নিজের পছন্দের টিভি সিরিজের ৭০ টি এপিসোড দেখেন৷ এক একটি এপিসোড ছিল ৪৫ মিনিটের৷ এখানেই শেষ নয়, এরপরই ঘটে বিপত্তি৷ টিভি সিরিজ দেখা শেষ হওয়ার পরদিন ঘুম থেকে ওঠার পর বাঁ চোখে ঝাপসা দেখতে শুরু করেন তিনি৷ পরে বুঝতে পারেন তিনি মাত্র একটি চোখ দিয়ে দেখছেন৷ একটি চোখ ইতিমধ্যেই কাজ করা বন্ধ করেছে৷
জানা যায়, টানা সাত দিনের টিভি সিরিজ দেখার ফলে তার বাঁ চোখে স্ট্রোক হয়৷ সিরিজটি দেখার সময় খুব কম ব্রেক নিয়েছিলেন সেই নারী৷ আর, সেখান থেকেই তীব্র চাপ সৃ্ষ্টি হয় চোখের উপর৷ এছাড়া সমস্যাটিকে বাড়িয়ে তোলে ঠান্ডা আবহাওয়া৷ কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেন তিনি৷ তার চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি ভাল সিদ্ধান্ত নিয়েছেন৷ যেটি তাকে দ্রুত সুস্থ করে তুলবে৷