যুবরাজবিরোধী ৩ সৌদি নাগরিক পেল ‘বিকল্প নোবেল’
ডেস্ক রিপোর্ট ।। ‘বিকল্প নোবেল পুরস্কার’ জিতেছেন কারান্তরীণ থাকা তিন সৌদি নাগরিক। ওই তিনজন সৌদি আরবের বর্তমান শাসনব্যবস্থায় পরিবর্তনের জন্য শান্তিপূর্ণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন; যাদের ১০ বছর ও ১৫ বছর পর্যন্ত সাজা দেয়া হয়েছে।
পুরস্কার জেতা ওই তিন নাগরিককে সৌদি আরবের বর্তমান শাসনব্যবস্থা, বর্তমান বাদশাহ এবং যুবরাজবিরোধী বলে আখ্যায়িত করা হয়ে থাকে।
ইডেন থেকে ‘অলটারনেটিভ নোবেল প্রাইজ’ নামের বিকল্প এ নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ১৯৮০ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।
পুরস্কার বিজয়ী তিনজন হলেন আব্দুল্লাহ আল-হামিদ, মোহাম্মদ ফাহাদ আল-কোহাতানি এবং ওয়ালেদ আবু আল-খায়ের। তিনজনকে প্রাইজমূল্য হিসেবে যৌথভাবে ১ লাখ ১৩ হাজার ৪০০ ডলার পুরস্কার দেয়া হবে।- আল-জাজিরা, যুগান্তর