খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিএনপি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, গত দশ দিন ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মী স্বজনদের দেখা করতে দেয়া হচ্ছে না।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না দেয়ায় অাশঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, জেল কোডের বিধানমতে খালেদা জিয়ার সাথে তার আত্নীয় স্বজন ও বন্ধুদের দেখা না করতে দেওয়া তার এবং জেল কোডের বিধান মতে বিএনপি নেতৃবৃন্দের প্রতি মানবাধিকার লঙ্ঘন।
তিনি বলেন, অামরা অাশঙ্কা করছি তাকে রাজনীতি, নির্বাচন এবং পৃথিবী থেকে সরিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে কিনা। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার দাবি জানাচ্ছি।
এ সময় ফখরুল বলেন, বিএনপি নেতাদের পুরানো মামলায় নতুন করে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অন্যদের মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শপু, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।