হোয়াইট হাউজের সব কর্মকর্তা স্টুপিড
অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত মার্চে ফোনে কথা বলার সময় নিজের দফতর হোয়াইট হাউজের সব কর্মকর্তাকে স্টুপিড বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন-ট্রাম্পের মধ্যকার কথোপকথনে তারা বাধা সৃষ্টি করছে পুতিনের এমন উদ্বেগের প্রেক্ষিতে তাকে শান্ত করতে ট্রাম্প ওই মন্তব্য করেন।
পুতিন-ট্রাম্পে কথোপকথনে উপস্থিত এ ব্যক্তির বরাত দিয়ে সোমবার নিউ ইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করেছে।
হোয়াইট হাউজের কর্মকর্তারা বাধা দেয়া চেষ্টা করছে পুতিন এমনটা বলার পর ট্রাম্প বলেন, ‘তারা সবাই অপদার্থ (স্টুপিড), আপনার এসবে মনোযোগ দেয়ার দরকার নেই।’ সূত্র: বিজনেস ইনসাইডার