বুধবার, ১১ই জুলাই, ২০১৮ ইং ২৭শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

‘এটা কোনো সভ্য দেশে হতে পারে না’

মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, “কোটা সংস্কার আন্দোলনকারীদের তুলে নিয়ে যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা এনএসএফ-এর পাঁচপাত্তুরের নির্যাতনকেও হার মানিয়েছে৷ আর আমার মনে হচ্ছে, দেশে যে ভয়ার্ত পরিবেশ বিরাজ করছে, তা যাতে বহাল থাকে, রাষ্ট্র তেমন উদ্যোগকে সমর্থন দিচ্ছে৷’’

তিনি বলেন, ‘‘নারীদের তুলে নিয়ে যেভাবে নির্যাতনের বর্ণনা আমরা শুনেছি, চিকিত্‍সা না দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়ার যে ঘটনা ঘটছে, এটা কোনো সভ্য দেশে হতে পারে না৷’’

শনিবার ডয়চে ভেলে’র সাথে আলাপকালে নূর খান এসব কথা বলেন।

মানবাধিকারের এই কর্মী বলেন, ‘‘এইসব ঘটনার সঙ্গে জড়িতদের যদি আইনের আওয়তায় আনা না হয়, তাহলে ধরে নেয়া যায়, রাষ্ট্র ভয়ার্ত পরিবেশ বহাল রাখতে চায়৷ সেজন্য গুন্ডা বদমাইশদের আশ্রয় দিতে চায়৷’’