অজগরের পেট থেকে উদ্ধার হল নারী
নিউজ ডেস্ক।। ২৭ ফুট অজগরটি গিলে খেয়েছিল ৫৪ বছর বয়স্কা ওই নারীকে। ইন্দোনেশিয়ার দক্ষিণপূর্বাঞ্চল সুলাওয়েসি দ্বীপে দুই সন্তানের জননীকে গত বৃহস্পতিবার গিলে খায় অজগরটি। ওয়া তিবার সন্তানরা তার মায়ের খোঁজ করতে গেলে একটি বাঁশ ঝাড়ে তার এক পাটি স্যান্ডেল পড়ে থাকতে দ্যাখে। তন্নতন্ন করে খুঁজেও ওয়া তিবাকে না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপর গ্রামবাসীরা ওই বাঁশ ঝাড়ের ৯০ ফুট দূরে একটি অজগরকে বেঢপ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের সন্দেহ হয় হয়ত অজগরটি ওয়া তিবাকে গিলে খেয়েছে। অজগরটির পেট চিরে ওয়া তিবার লাশ উদ্ধার করে তারা। এসময় আশেপাশের সকলে কান্নায় ভেঙ্গে পড়ে।
অজগরটির পেট চিরে ওয়া তিবার লাশ বের হবার পর দেখা যায় তার পরনের কাপড় পর্যন্ত ঠিক ছিল। ওয়া তিবার মাথাটি প্রথমে অজগরটি গিলতে থাকে। এরপর ওয়া তিবাকে গিলে খায় প্রাণিটি। বাগানে কাজ করতে গিয়ে ওয়া তিবার এমন দশা হয়। মিরর