আশুগঞ্জে ডাঃ ফাইজুর রহমানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: রোযা আমারই জন্যই এবং আমি নিজেই এর প্রতিদান দবি। -আল-হাদিস এর বানীকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফাইজুর রহমান ফয়েজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরও : পেঁপের পুষ্টিগুণ
৩০ মে বুধবার বিকেলে স্থানীয় আর.জে. টাওয়ারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহ্মণবাড়িয়া-২-আসনের মাননীয় সংসদ সদস্য এড্যাঃ জিয়াউল হক মৃধা। এসময় ডাঃ মোঃ ফাইজুর রহমান ফয়েজের সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমান, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল, আশুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা, ভৈরব সার্কেল সিনিয়র পুলিশ সুপার কামরুল ইসলাম, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, আশুগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার মাহবুব, আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন, ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান কবীর, সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমান সরকারসহ বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ইফাতার মাহফিলের দোয়া পরিচারনা করেন চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা।