বৃহস্পতিবার, ৭ই জুন, ২০১৮ ইং ২৪শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

আরো দুই বছর সন্ত্রাসবাদী হামলার ঝুঁকিতে থাকবে ব্রিটেন

সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা হামলা, অতর্কিত আক্রমণের মত নানা সন্ত্রাসী কার্যক্রমের শিকার হয়েছে ব্রিটেন। রোববার গার্ডিয়ানে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, অন্তত আরো দুই বছর ডানপন্থী ও ধর্মীয় চরমপন্থার ঝুুঁকি মোকাবেলা করতে হবে ব্রিটেনকে।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা জানায়, চরম ডানপন্থী মতাদর্শ এবং সহিংসতা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রযুক্তি এবং বিজ্ঞানের ফলে মানুষ উচ্চাকাঙ্খী হয়ে উঠছে এবং বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীরা তাদের কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে। ভিন্ন ভিন্ন ভাবে আক্রমণ করা হচ্ছে। তবে সরকার সন্ত্রাসবাদ বিরোধী কৌশলে আরো নতুনত্ব আনছে এবং এটিকে শক্তিশালী করছে। তবে আমরা এখনো মনে করি, ধর্মীয় সন্ত্রাসবাদ এখনো আশঙ্কাজনক, অন্তত দুই বছর পর্যন্ত এই হুমকি আমাদের মোকাবেলা করতে হবে।

২০১৭ সালে সাতটি হামলার প্রেক্ষিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, কর্তৃপক্ষের ক্ষমতা বাড়াতে কাজ করা হচ্ছে। বিগত বছরের মার্চ থেকে এই পর্যন্ত ব্রিটিশ নিরাপত্তা সংস্থা ১২টি স্থানকে ধর্মীয় হামলা এবং ৪টি স্থানকে ডানপন্থীদের হামলা জন ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে শনাক্ত করেছে। গার্ডিয়ান

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ভারতের রাষ্ট্রপতি ভবনে ইফতার বাতিল

বাংলাদেশে মাদকবিরোধী অভিয়ান বন্ধ চায় এইচআরডব্লিউ

তালেবানের সাথে যুদ্ধবিরতির ঘোষণা আফগান প্রেসিডেন্টের

স্পেনের নতুন মন্ত্রীসভায় সংখ্যাগরিষ্ঠ নারীরা

তুরস্কের আসন্ন নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে যাচ্ছেন এরদোগান

ইফতারের আয়োজন করলেন ট্রাম্প, মুসলিমদের প্রতিবাদ