সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

news-image
বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে আব্দুর রহিম(৪৮) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্হলে  আরেক শ্রমিক আহত হন। রোববার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার মুগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এই ঘটনা ঘটে।
এসময় সে ধানের জমিতে ধান কাটছিল বলে জানা গেছে। বজ্রপাতে নিহত শ্রমিক রহিমের গ্রামের বাড়ি শ্রীমঙ্গল জেলায়।
প্রর্তক্ষদর্শী ও এলাকাবাসি জানায়, সকালে দরুইন গ্রামের কৃষক তাজুল ইসলামের জমিতে ধান কাটতে যান রহিমসহ কয়েকজন  শ্রমিক। প্রচন্ড কালবৈশাখী ঝাড়ে সময় হঠাৎ বজ্রপাতে আ. রহিম গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁর সাথে থাকা আহত হন আরেক শ্রমিক। পরে স্হানীয়রা এসে তাদের  আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনা জানতে পেরে ধানি জমির মালিক কৃষক তাজুল ইসলাম শারিরিক ভাবে অসুস্হ হয়ে পড়েছেন বলে স্হানীয়রা জানিয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, হাসপাতাল থেকে  লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারে কাছে হস্তান্তরের ব্যবস্হা করা হচ্ছে।
Print Friendly, PDF & Email