ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে গাঁজাসহ চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে পুলিশের অভিযানে উপজেলার চুন্টা-ঘাগড়াজোর এলাকায় প্রাইভেটকার থেকে ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকসহ আটকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের আব্দুর রহমান (২০), সেলিম মিয়া (৩৬),জিয়ামিন (১৮)ও সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গাড়ি চালক শাহজালাল (৩৫)।
আরও : গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নিহত ২৫, আহত শতাধিক
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে ভোর রাতে কুন্ডা ইউপির ঘাগড়াজোড় এলাকায় সড়কে চলন্ত প্রাইভেট দাঁড় করিয়ে চালকসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৫ প্যাকেটে ৬০ কেজি ও পাঁচ প্যাকেটে ১০কেজি সর্বমোট ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাচারের কাজে ব্যবহ্নত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দেওয়া হয়েছে।