শুরু হচ্ছে সাহিত্য একাডেমির বৈশাখী উৎসব
সাহিত্য একাডেমির উদ্যোগে এ বছর আগামী ৩০ চৈত্র ১৪২৪, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার থেকে ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসব ১৪২৫ আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আজ ৩০ চৈত্র ১৪২৫, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর ভূইয়া, সনাকের সভাপতি জেসমিন খানম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এসআরএম উসমান গণি সজীব প্রমুখ
আলোচনায় অংশ নেবেন আব্দুন নূর ও সাইফুল ইসলাম, সভাপতিত্ব করবেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড. মোঃ আবু তাহের। উৎসবের উদ্বোধনী দিবসে বিকাল ৫টায় বাউল সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত বাউল শিল্পী শামসুল হক চিশতি। অনুষ্ঠানমালায় সকলকে আমন্ত্রণ জানিয়ে সাহিত্য একাডেমির পক্ষে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তির