নাসিরনগরে আশার তিনদিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিনদিন ব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা আশার স্বাস্থ্যসেবা ফিজিওথেরাপি ক্যাম্প আজ সোমবার (৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলার ফান্দাউক ব্রাঞ্চ কার্যালয়ে ক্যাম্পে ৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে বাত ব্যথা ও প্যারালাইসিসের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
ফান্দাউক আশার ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজ মিয়ার সভাপতিত্বে নাসিরনগর সদর ব্রাঞ্চ ম্যানেজার বাবুতন সিংহের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আশার নাসিরনগর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কাজী বোরহান উদ্দিন,ফিজিওথেরাপিস্ট ডাঃ দেবাশীষ ঘোষ,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।
এসময় আশার ফিল্ড কর্মকর্তা,স্বাস্থ্য সেবিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আশা সূত্র জানায়, সংস্থার আওতাভুক্ত সদস্য ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনসাধারনের জন্য এই ফিজিওথেরাপী চিকিৎসা দেয়া হবে ।