নাসিরনগরে ঐকতানের কবিতা আবৃত্তি ও অভিজ্ঞানপত্র বিতরণ অনুষ্ঠান
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : অসাম্প্রদায়িক-বিজ্ঞান-মনষ্ক-মানবিক বোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে “ওগো গুণী কাছে থেকে দূর যারা তাহাদের বাণী যেন শুণি”এই শ্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরের ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় কবিতা আবৃত্তি ও অভিজ্ঞানপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক জামিল ফোরকানের সভাপতিত্বে প্রধান সমন্বয়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, অধ্যাপক আবদুল হক, আওয়ামীলীগ নেতা মোঃ লতিফ হোসেন, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ, প্রভাষক জিয়াউদ্দিন, প্রভাষক প্রবোধ মৈশান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, সমাজ কর্মী জান্নাতুল ফেরদৌস রাখিসহ শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করেন ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের ছাত্রছাত্রিরা। অনুষ্ঠানে শেষে ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের ছাত্রছাত্রিদের মধ্যে অভিজ্ঞানপত্র প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমান।