সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

পরস্পরকে পেটানোর হুমকি ট্রাম্প-জো বাইডেনের!

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন একে অন্যকে পেটানোর হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ওবামা প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে এ হুমকি দেন। অবশ্য হুমকিটা প্রথমে এসেছিল জো বাইডেনের তরফ থেকেই।

ট্রাম্প তার টুইটে লিখেছেন: ‘‘ক্ষ্যাপা জো বাইডেন নিজেকে ডাকাবুকো লোক বলে প্রমাণের চেষ্টা চালাচ্ছে। আসলে সে দুর্বল, শারীরিক ও মানসিক দু’দিক থেকেই। তারপরও সে আমায় ভয় দেখাচ্ছে। এ নিয়ে দু’দুবার সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ভয় দেখিয়েছে। সে আসলে চেনে না আমি কেমন বান্দা। নিমেষে সে কেঁদেও পার পাবে না। এভাবে ভয় দেখাতে এসো না, জো।’’

আসল ঘটনার সূত্রপাত মঙ্গলবার। এদিন সাবেক ওবামা সরকারের ভাইস প্রেসিডেন্ট মায়ামিতে যৌন নিপীড়নবিরোধী একটি র‌্যালিতে যোগ দিয়ে ২০০৫ সালে নারীদের নিয়ে ট্রাম্পের করা আপত্তিকর মন্তব্যের কড়া সমালোচনা করেন। একইসঙ্গে হাইস্কুলের ছাত্র হলে ট্রাম্পকে পিটিয়ে তুলোধুনো করতেন বলেও মন্তব্য করেন তিনি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

পুরুষদেরকে হস্তমৈথুনের দায়ে ১০০ ডলার জরিমানা আইনের প্রস্তাব!

আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন স্মিথ-ওয়ার্নার

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সৌদি আরবে হুথিদের সাতটি মিসাইল হামলা, সবকটিই ভূপাতিত, নিহত ১

এবার ইউরেনিয়াম সক্ষমতা অর্জনের হুংকার সালমানের

রাশিয়ায় আগুনের ঘটনায় নিখোঁজ ৬৯ জনের ৪১ জনই শিশু