আখাউড়ায় রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারে বর্ণাঢ্য আয়োজনে ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত
‘গ্রামের পিঠা খেতে ভারি মিঠা’ স্লোগানকে কেন্দ্র করে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামে ‘রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার’ ও ‘আকছির এম চৌধুরী চ্যারিটি ট্রাস্ট’ এর যৌথ আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা জজ সাবরিনা নার্গিস।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফাহাদ বিন আমিন চৌধুরী। আলোচনা শেষে পিঠা উৎসবে অংশগ্রহণকারী প্রায় ১৫টি স্টলের অংশগ্রহণকারীদের হাতে তৈরী দেশীয় পিঠা পরিদর্শন করেন।
পরে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও অংশগ্রহণকারীদের মাঝে শান্তনা পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী উজ্জ্বল ইসলাম।