তিতাস নদীর পাড়ে সনাতন ধর্মালম্বীদের পূণ্যস্নানে হাজার হাজার মানুষের ঢল
বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুরের তিতাস নদীর ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নন শুরু হয়েছে। আজ বৃহস্হপতিবার খুব সকালে সূর্যোদয়ের সাথে সাথেই তিতাস ঘাটে স্নান শুরু হয় তা চলবে বিকেল পর্যন্ত। বাংলা সনের চৈত্রমাসের তিথি মোতাবেক এ পূণ্যস্নান করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এতে সারা বছরের পাপ মোচন হয় বলে তাদের বিশ্বাস। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ছোট-বড় নারী-পুরুষের সমাগম ঘটেছে তিতাস পাড়ে। স্নান শেষে তাদেরকে মন্ত্র পাঠ করতে দেখা যায়।
এ দিকে স্নানকে কেন্দ্র করে খড়মপুর মাজার মাঠে বসেছে চৈত্র মেলা। মেলায় মাটির তৈরির হরিণ, গরু, হাসসহ বিভিন্ন প্রকার পশু-পাখি, খেলনা, বাঁশ বেতের তৈরি জিনিষপত্র, হাড়ি-পাতিল, ফলের দোকান, দা-বটি, মিষ্টান্ন, হাতপাখাসহ বিভিন্ন রকম জিনিষপত্রের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা।
উৎসবে রূপ নিয়েছে পুরো মেলার মাঠ। শিশু-কিশোরসহ বড়রাও দোকানে দোকানে ঘুরে ক্রয় করছেন পছন্দের জিনিসপএ। এ দিকে সকালে তিতাস পাড়ে গিয়ে দেখা গেছে, খড়মপুর মাজার কমিটির পক্ষ থেকে তিতাস পাড়ে বড় পেন্ডেল টানানো হয়েছে। নিরাপত্তার রক্ষার্থে দায়িত্বপালন করছেন পুলিশ সদস্যরা। মেলার মাঠে কথা হয় ছোট্ট মেয়ে তৃষার সাথে সে বলেন, মাটির তৈরি হাড়ি-পাতিলসহ অনেক খেলনা কিনেছি। বৃৃৃৃদ্ধ হরিবালা দাস এসেছেন সিঙ্গারবিল থেকে। তিনি জানান, প্রায় ২০ বছর ধরে এখানে স্নান করতে আসেন। স্নানের মাধ্যমে পাপ সমস্ত পাপ মোচন হয়।