অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৫ ভারতীয় নাগিরক আটক
বিশেষ প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের সময় নারী শিশুসহ ১৫ জন ভারতীয় নাগরিক কে আটক করেছে ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া উপজেলার ঘাগুটিয়া বিওপির বিজিবি সদস্যরা।
মঙ্গলবার বিকালে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে কসবা উপজেলার দৌলতপুর হইতে তাদের আটক করেন।
পরে বুধবার বিজিবি ও বিএসএফ এর মর্ধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের কে ভারতে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়।
আটককৃতরা হলেন, শ্রী শ্যামল সরকার (৫০), শ্রীমতি লিপিকা সরকার (৪০), শ্রীমতি সুবনিমা সরকার (১৪), শ্রী কলিন চৌধুরী (৩৪), শ্রীমতি শম্পা (৩৩), সৌরভ চৌধুরী (৬), শ্রীমতি আসমিতা চৌধুরী (৪), শ্রী বিজ্ঞ বৈশ্য (৪০), শ্রীমতি বুল্টি বৈশ্য (২৯), বিপুল বৈশ্য (১৪), বিজয় বৈশ্য (১৩), প্রিয় লাল বৈশ্য (৪২), শ্রী স্বর্ণা সরকার (৪০), প্রসেনজিৎ সরকার (২৫), শ্রী বিপেশ সরকার (২৫)। তাদের সবার বাড়ি ভারত ত্রিপুরা পশ্চিম জেলার আমতলীতে।
এ ব্যপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিউদ্দিন জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকরা কসবা থানা পুলিশের হেফাজতে আছে।