ওয়েস্ট ইন্ডিজকে হারাল আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে উজ্জীবিত আফগানিস্তান এবার হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। মঙ্গলবার হারারেতে প্রস্তুতি ম্যাচে দৌলত জাদরানের হ্যাটট্রিকে সহজ জয় তুলে নিয়েছে আফগানরা।
এশিয়ান দলটি পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়ে ডিএল-মেথডে ৩৫ ওভারের ম্যাচে ২৯ রানের জয় পায়। আগামী ৪-২৫ মার্চ জিম্বাবুয়ের মাটিতে হবে বিশ্বকাপ বাছাইপর্ব।
বৃষ্টির কারণে খেলা হয় ৩৫ ওভার। প্রথমে ব্যাটিং করে গুলবুদ্দিন নঈবের ৩৮ বলে ৪৮ রানে ভর করে আফগানিস্তান ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে।
পরে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪০ রান। জবাবে ক্যারিবীয়দের ইনিংস ২৬ দশমিক ৪ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায়। তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল মাত্র ৯ রানে সাজঘরে ফেরেন। এরপর জাদরান পরপর তিন বলে শিমরন হেটমায়ার, রোভমান পাওয়েল ও কার্লোস বার্থওয়েইটের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন।
টিনএজ লেগ স্পিনার রশীদ খান ইনজুরি আক্রান্ত আজগার স্তানিকজাইয়ের বদলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ৩ দশমিক ৪ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট তুলে নিয়ে আফগানদেন জয় নিশ্চিত করেন রশীদ।
মঙ্গলবার অপর অনুশীলন ম্যাচে নেপাল ৫ উইকেটে সংযুক্ত আরব আমিরাতকে, নেদারল্যান্ড ৮ উইকেটে হংকংকে এবং স্কটল্যান্ড ৭ উইকেটে পাপুয়া নিউ গিনিকে হারিয়েছে।
এছাড়া স্বাগতিক জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার অনুশীলন ম্যাচটি বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।
সংক্ষিপ্ত স্কোর (বৃষ্টির কারণে খেলা হয় ৩৫ ওভার)
আফগানিস্তান: ১৬৩-৯, ৩৫ ওভার (গুলবুদ্দিন নঈব ৪৮: শেলডন কটরেল ৩-৪৩)
ওয়েস্ট ইন্ডিজ: অলআউট ১১০, ২৬.৪ ওভার (এভিন লুইস ৩৬: জারদান ৪-২৬)
ফল: আফগানিস্তান ২৯ রানে জয়ী (ডিএল মেথড)