গত কয়েক সপ্তাহ যাবত সিরিয়ার সশস্ত্র বাহিনী এবং তাঁদের মিত্ররা দামেস্কের কাছের পূর্ব গৌথায় বড় রকমের হামলা শুরু করে। ৭ বছরব্যাপী চলমান যুদ্ধে সবথেকে বড় এই বোমাবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত অসংখ্য মানুষ নিহত হয়েছে।
রোববার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্ত এলাকার অনেকের মধ্যে ক্লোরিন গ্যাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেছে। সোমবার উদ্ধারকর্মী এবং যুদ্ধ পর্যবেক্ষকরা এই এলাকায় বিমান হামলায় ৭ শিশু নিহত হবার খবর নিশ্চিত করেছেন।
জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবতা বিষয়ক সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিয় গুতারেস বলেছেন, পূর্ব গৌথার আর অপেক্ষা করার সুযোগ নেই। পৃথিবীর মাঝে এই নরকের কার্যক্রম বন্ধ করার এখনই সঠিক সময়।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরাত দিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমান হামলা বন্ধ রাখবে রাশিয়া। এই সময় বেসামরিক জনগন এলাকা ত্যাগ করার সুযোগ পাবে। ইয়ন নিউজ