‘চিঠি দিয়ে ইরিনকে অপমান করা হয়েছে’
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সিদ্ধান্ত নিয়েছে, শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ প্রাপ্তদের যাচাই-বাছাই করা হবে। যাঁরা শিল্পী সমিতির গঠনতন্ত্র না মেনে শিল্পী সমিতির সদস্য হিসেবে আছেন, এমন ২৬০ জন শিল্পীর তালিকা চূড়ান্ত করে তাঁদের চিঠির মাধ্যমে আগামীকাল ২৮ বুধবার শিল্পী সমিতিতে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। তাঁদের মধ্যে নায়িকা ইরিন জামানকেও উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে। তিনি নায়িকা মৌসুমীর ছোট বোন ও সংগীতশিল্পী।
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৯ সালে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী ইরিন। এরপর তিনি আটটি ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন। এ ছাড়া অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন পার্শ্বচরিত্রে। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। একাধিক ছবিতে কাজ করা পরিচিত মুখ ইরিনকে এভাবে শিল্পী সমিতি তলব করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইরিনের বোনজামাই ও নায়ক ওমর সানি।
ওমর সানি বলেন, ‘মৌসুমীর ছোট বোন নায়িকা ইরিন। এরই মধ্যে একক নায়িকা হিসেবে আটটি ছবিতে অভিনয় করেছেন। অথচ দুদিন আগে আমাকে শিল্পী সমিতি থেকে ফোন করে বলা হয়, ইরিন যেন প্রয়োজনীয় কাগজ নিয়ে ২৮ তারিখ ১১টায় শিল্পী সমিতিতে হাজির হন। আমি অবাক হচ্ছি, যে শিল্পীকে নায়িকা হিসেবে দেশের মানুষ জানেন, তাকেও শিল্পী সমিতিতে গিয়ে দেখা করতে হবে? চিঠি দিয়ে ইরিনকে অপমান করা হয়েছে। আমি তার বড় ভাই হিসেবে এর প্রতিবাদ জানাই। সে এখন দেশের বাইরে অবস্থান করছে, যে কারণে ইরিন এ বিষয়ে কথা বলতে পারছে না। তাকে আমি বিষয়টি জানানোর পর সে অনেক মন খারাপ করেছে। আর শুধু ইরিন কেন? এমন অনেক শিল্পীই আছেন, যাঁদের শিল্পী সমিতি ডেকে অপমান করেছে।’
বিষয়টি নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘নায়িকা ইরিন নায়িকা, সেটা আমরা সবাই জানি। কিন্তু তিনি কোথায় আছেন, কেন চলচ্চিত্রে আর কাজ করছেন না, আমরা কিছুই জানি না। কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার মতো কোনো ঠিকানা পর্যন্ত আমাদের কাছে নেই। এমনকি গত কয়েকটি নির্বাচনে তিনি ভোট পর্যন্ত দিতে আসেননি। অথচ তিনি নিয়মিত আমাদের চাঁদা পরিশোধ করছেন। শুধু ইরিন নন, এমন আরো অনেক শিল্পীই আছেন, যাঁদের আমরা ডাকিয়েছি।’
জায়েদ আরো বলেন, ‘আমরা কিছুদিনের মধ্যেই শিল্পী সমিতির ওয়েবসাইট করব, সেখানে শিল্পীদের ছবিসহ পরিচয় থাকবে। যে কারণে শিল্পীদের অবস্থান জানাটা আমাদের জন্য জরুরি।’
শিল্পী সমিতিতে বর্তমানে ৬২৪ জন পূর্ণ সদস্য রয়েছেন, তাঁদের মধ্যে ২৬০ জন সদস্যকে সমিতিতে তলব করা হয়েছে। এই তলব বৈঠকে আগামীকাল উপস্থিত থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, ফারুক, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, উজ্জ্বল প্রমুখ।