নিদাহাস ট্রফিতে হেড কোচ কোর্টনি ওয়ালশ
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সর্বশেষ সিরিজে কোচ কাম টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। নিজের প্রথম অ্যাসাইনম্যান্টেই ব্যর্থ বাংলাদেশের সাবেক অধিনায়ক। এদিকে হাতে সময় কম থাকায় শ্রীলঙ্কার মাটিতে আসন্ন নিদাহাস ট্রফির আগে প্রধান কোচ খুঁজে বের করাও সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে।
কোচের দায়িত্ব হারানোয় খালেদ মাহমুদ সুজন ফিরে যাচ্ছেন তার পুরনো ভূমিকায়। দলের ম্যানেজার হিসেবে শ্রীলঙ্কা সফরে দায়িত্ব পালন করবেন তিনি।
এদিকে, আগের সিরিজে দলের ভরাডুবি দেখার পর এবার পুরোটা সময় সাকিবদের খুব কাছাকাছি থেকে প্রেরণা জোগাতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি বস জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজে শুরু থেকেই তিনি দলের সঙ্গে থাকবেন।
মূলত বিসিবির সভায় সর্বসম্মতিক্রমে কোর্টনি ওয়ালশকে হেড কোচ হিসেবে বেছে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে দীর্ঘমেয়াদে নয়, শুধুমাত্র শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতেই আপদকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এ পেসার।