বুধবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৬ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতের মুসলিমরা রামের বংশধর!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুসলিমরা বাবরের নয়, রামের বংশধর। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এ কথা বলেছেন।

ভারতে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম)’র প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির বাবরি মসজিদ নিয়ে মন্তব্যের বিরোধিতা করে বক্তব্য দেন গিরিরাজ সিং।

ওয়াইসি মন্তব্য করেছিলেন, সুপ্রিম কোর্টের রায় তাদের পক্ষেই যাবে। অযোধ্যায় তৈরি হবে বাবরি মসজিদ।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গিরিরাজ সিং বলেন, ‘ওরা (ভারতের মুসলিম) তো মক্কা-মদিনায় যান। আমরা কোথায় যাবো? রাম মন্দির পাকিস্তানে বানাবো? ওয়াইসির মতো লোকেদের শরীরে জিন্নাহর আত্মা প্রবেশ করেছে। দেশকে টুকরো করতে চাইছেন তিনি।’

তিনি বলেন, ‘ভারতের মুসলমানরা বাবরের বংশধর নন। তারা রামের বংশধর। আমাদের আত্মীয় তারা। পূজাপদ্ধতি আলাদা হতে পারে। ভারতে অবশ্যই রাম মন্দির নির্মাণ হবে।’ তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

দেহের বিনিময়ে ত্রাণ নিতে হচ্ছে সিরীয় নারীদের

গৌথায় দিনে ৫ ঘন্টার অস্ত্রবিরতির নির্দেশ

সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী রামাহ

ছোট বোনকে মাস্ক পরিয়ে মৃত্যুর কোলে বড় বোন

সিরিয়ায় ‘পৃথিবীর নরক‍‍’ নেমে এসেছে

দেড় কোটি মানুষকে বিতাড়নের প্রস্তুতি নিচ্ছে আসাম