২ সেকেন্ডে ৬০ মাইল অতিক্রম করবে এই গাড়ি!
অনলাইন ডেস্ক : গাড়ি আবিষ্কারে বিশ্বকে একর পর এক চমক দেখিয়ে চলেছে জাপান। আর সেই ধারাবাহিকতায় এবার অত্যাধুনিক এক গাড়ি আবিষ্কার করল দেশটি। মাত্র ২ সেকেন্ডে ৬০ মাইল অতিক্রম করবে এই গাড়ি!
ফ্রাঙ্কফ্রুটের অটো শোয়ে এই অ্যাসপার্ক আউল গাড়িটি লঞ্চ করে। এটি ৪৩০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন। ৮৬০ কিলোগ্রাম পর্যন্ত ওজন নিতে পারে এই গাড়ি। এই নিয়ে অ্যাসপার্ক আউল একটি ভিডিও বের করেছে।
ভিডিওয় দেখা যাচ্ছে, মাত্র ১.৯২১ সেকেন্ডে (২ সেকেন্ডের চেয়েও কম) দূরত্ব অতিক্রম করছে অ্যাসপার্ক আউল গাড়িটি। ফর্মুলা ওয়ান রেসিং কারের থেকেও এর গতি অনেক বেশি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মাত্র ৫০টি গাড়ি তৈরি করার কথা ভাবছে। এর দাম রাখা হয়েছে মাত্র ৩ মিলিয়ন ইউরো। গাড়ির টেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে।
কিন্তু ভিডিওতে স্পিডোমিটারের কোনো ফুটেজ নেই। কোনো স্পিড রেকর্ডিং ডিসপ্লেও নেই।