আসামে ‘বাংলাদেশি’ অনুপ্রবেশের নেপথ্যে চীন-পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পরিকল্পিতভাবে ‘বাংলাদেশি’দের অনুপ্রবেশ ঘটনা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত।
তিনি দাবি করেছেন, চীনের সহায়তায় ভারতের সঙ্গে ‘ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ার’র অংশ হিসেবে এ অনুপ্রবেশ ঘটিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে।
আসামের একাধিক জেলায় মুসলিম জনসংখ্যা বাড়ছে-সম্প্রতি প্রকাশিত কিছু প্রতিবেদনের কথা উল্লেখ করে আসামে বদরুদ্দিন ওমরের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফোরামের (এআইইউডিএফ) প্রভাব বাড়ার কথা জানান বিপিন রাওয়াত।
এ সময় তিনি ১৯৮৪ সালে আসামে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির মাত্র দু’টি আসন পাওয়ার কথাও বলেন দেশটির সেনা প্রধান।
তিনি বলেন, আসামে এআইইউডিএফ বলে একটা দল আছে। খেয়াল করে দেখুন, বিজেপি বছরের পর বছর যে গতিতে বেড়েছে, ওরা (ভারতের দাবি বাংলাদেশ থেকে যাওয়া মুসলিম জনগোষ্ঠী) আসামে তার চেয়েও দ্রুত বেড়েছে।