মন্টিনিগ্রোর মার্কিন দূতাবাসভবনে বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক : মন্টিনিগ্রোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসভবন লক্ষ্য করে বোমা হামলা করা হয়েছে। হামলাকারী অজ্ঞাত ব্যক্তি আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে। মন্টিনিগ্রোর রাজধানী পোডগোরিকায় বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, স্থানীয় বাসিন্দারা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন
এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এখানে একটি ঘটনা ঘটেছে।’
ওই ঘটনার বিস্তারিত জানাননি ওই পুলিশ কর্মকর্তা।
রয়টার্সের এক ফটোগ্রাফার জানান, পুলিশের গাড়িগুলো দূতাবাসের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে রেখেছে। বিস্ফোরণে দূতাবাসটির কোনো ক্ষতি হয়েছে কি-না তা বোঝা যাচ্ছে না।
প্রসঙ্গত, সাবেক যুগোশ্লাভিয়া প্রজাতন্ত্র বিলুপ্ত হওয়ার পর যে কয়টি নতুন রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে তাদের মধ্যে সবচেয়ে ছোট রাষ্ট্র মন্টিনিগ্রো। তথ্যসূত্র: রয়টার্স