রবিবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৩ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

চলে গেলেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু

ডেস্ক রিপোর্ট: খ্যাতিমান সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বাংলাদেশ টেলিভিশনের অতি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অনেকগুলো জনপ্রিয় গানের সুর ও সংগীতের পেছনের মানুষটি তিনি।

আজ বেলা ১২টা ৪০ মিনিটে দিকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এ খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কিডনি, স্ট্রোক এবং হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। জীবন-মৃত্যুর মাঝামাঝি অবস্থান করছিলেন। অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন।

শুধু ‘ইত্যাদি’ নয়, দেশের অনেক খ্যাতিমান শিল্পী ও অনেক নবাগত শিল্পীর গান তিনি সুর করেছেন। এর আগে বিক্রমপুর জন্ম নেওয়া এই মানুষটি ১৯৮৩ সালে ‘উইন্ডস’ নামক একটি ব্যান্ডের সাথে ছিলেন।

সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইউনাইটেড হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়। পরে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলেও আবারো আইসিইউতে নিতে হয়েছে। তার আগে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার জামিন বাড়ল আরও একদিন

বিস্ফোরক মামলার বিচার এ বছরেই সম্পন্ন হবে : বিজিবি মহাপরিচালক

মার্চেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৯ দফা দাবিতে আশুগঞ্জ সার কারখানারশ্রমিক-কর্মচারীদের মাবববন্ধন ও বিক্ষোভ মিছিল

আফগানিস্তানে আইএস-তালেবান হামলা: নিহত ২৭

ঢাকা দুই সিটি নির্বাচন: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ