রবিবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৩ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতে যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট অবনী!

ভারতে যুদ্ধবিমানের প্রথম নারী বৈমানিক হিসেবে যোগ দিয়েছেন অবনী চতুর্বেদী। ভারতীয় বিমান বাহিনীর ফ্লায়িং অফিসার অবনী চতুর্বেদী এবার যুদ্ধবিমানের বৈমানিক হলেন। ভারতে বিমানবাহিনীর তিনিই প্রথম নারী পাইলট, যিনি আকাশসীমা নিরাপদ রাখতে ফাইটার এয়ারক্রাফট চালাবেন।

ভারতের বিমানবাহিনীর মুখপাত্র জানান, অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত এবং মোহনা সিং; এই তিন নারী বৈমানিককে এর আগে শ্রমসাধ্য উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয় ফাইটার জেট চালনার ওপর। যার মধ্যে অবনী প্রথম কোনো নারী বৈমানিক হিসেবে এককভাবে মিগ-২১ নিয়ে সফলভাবে উড্ডয়ন করেন।

তিনি জানান, ওই তিন নারী ২০১৬ সালে ফ্লায়িং অফিসার হিসেবে কমিশন্ড পান। যুদ্ধবিমানের জন্য ভারত সরকার পরীক্ষামূলক ‘নারী বৈমানিক ধারা’ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে তারা কমিশন্ড পান।

মুখপাত্র জানান, প্রথম নারী বৈমানিক হিসেবে অবনী যুদ্ধবিমান একাই চালিয়েছেন। তিনিই প্রথম একক উড্ডয়নে মিগ-২১ নিয়ে উড়েছেন। ভারতীয় বিমানবাহিনীর জামনগর ঘাঁটি থেকে ১৯ ফেব্রুয়ারি উড্ডয়ন করেন অবনী। তথ্যসূত্র: জি-নিউজ

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন ২৬৫ শিক্ষার্থী

ভারতে দ্রুতগামী জিপের চাপায় ৯ শিক্ষার্থী নিহত

আফগানিস্তানে আইএস-তালেবান হামলা: নিহত ২৭

জামিনের বিষয়ে আশ্বস্ত করেছেন আইনজীবীরা

মিয়ানমারে ৪ রোহিঙ্গার মৃত্যুদণ্ড, ২৬ জনের কারাদণ্ড

রাখাইনে রয়েছে মাত্র ৭৯ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে দশ লাখ