ছন্দে ফিরছে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক : ছন্দে ফিরছে রিয়াল মাদ্রিদ। ফের তা টের পাওয়া গেল। লা লিগায় লেগানেসকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। এ জয়ে স্পেন সেরা লিগে তৃতীয় স্থানে উঠে এলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বুধবার লেগানেসের মাঠে ছিলেন না রিয়ালের মূল একাদশের অনেকে। ইনজুরির কারণে বাইরে ছিলেন টনি ক্রুস, লুকা মড্রিচ ও মার্সেলো। বিশ্রামে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল ও কেইলর নাভাস।
দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা রিয়াল শুরুতেই ধাক্কা খায়। ষষ্ঠ মিনিটে গোল খেয়ে বসে দলটি। লেগানেসকে এগিয়ে দেন বুসতিনসা।
পাল্টা জবাব দিতে অবশ্য সময় নেননি অতিথিরা। ১১ মিনিটেই সমতায় ফেরেন তারা। সমতাসূচক গোলটি করেন লুকাস ভাসকেজ। এগিয়ে যেতেও খুব একটা দেরি হয়নি তাদের। ২৯ মিনিটে দলকে এগিয়ে দেন কাসেমিরো। এতে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতির পর নিজেদের প্রথাবিরোধী খেলা খেলে রিয়াল। ভুল পাস ও উচ্চাভিলাষী শটের বন্যা বইয়ে দেন তারা। অবশেষে শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে সফল স্পট কিকে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন সার্জিও রামোস।
এ জয়ে ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো জিনেদিন জিদানের শিষ্যরা। ৬২ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অপরাজেয় যাত্রা অব্যাহত। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে নেমে যাওয়া ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৪৬।